নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ এপ্রিল

Looks like you've blocked notifications!
নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের ফাইল ছবি

নারী পাচারের মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ সরোয়ার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন দিন নির্ধারণ করেছেন।’

এর আগে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইভান শাহরিয়ারকে গ্রেপ্তার করে। ওই বছরের ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিআইডির দাবি, ইভান দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। পরে ওই বছরের ২১ সেপ্টেম্বর তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন সিএমএম আদালত। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে পারফর্ম করে তাঁর দল।