নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর বিএনপির সমাবেশস্থল
নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করছে বিএনপি। দীর্ঘদিন পর রাজধানীতে বিএনপির এমন সমাবেশ। মূলত ২০০১ সালের ১ অক্টোবরের ভোটের দিনকে উপলক্ষ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ৮টার মধ্যেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল ৯টা বাজতেই বিএনপি নেতাকর্মীদের স্রোত বাড়তে থাকে এবং সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে রাস্তায়, আশপাশের এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।
প্রথমে জাতীয় প্রেসক্লাবে এ সমাবেশ হওয়ার কথা ছিল, পরবর্তী সময়ে স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে। সেখানেই চলছে সমাবেশ।
আজকের সমাবেশের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ বলেন, ‘২০০১ সালের ১ অক্টোবর নিরপেক্ষ সরকারের অধীনে সব শেষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করে ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। স্বৈরাচারী কায়দায় ক্ষমতা ধরে রাখতে নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে।’
শাহ নেওয়াজ বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আজকের এই সমাবেশ। এরই মধ্যে আপনারা দেখছেন, বিএনপি এ সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছে। এতেই বোঝা যায় জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে স্বতঃস্ফূর্ত। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের সরকারকে বাধ্য করব।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবেই আজকের এ সমাবেশ। এরই মধ্যে আজকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সরকারের সব বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে। বিএনপি গণতান্ত্রিক দল, তাই দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর এ সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
বিএনপির আজকের এই সমাবেশ ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে।