নেতাকর্মীদের দেখতে কারাগারে ইশরাক হোসেন

Looks like you've blocked notifications!
বিএনপিনেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

গ্রেপ্তার হওয়া দলীয় নেতাকর্মীদের দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপিনেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাকর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। তবে বন্দি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি।

তাই কারাগারের ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দিদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। সেইসঙ্গে বন্দিদের সঙ্গে সদয় আচরণ করার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন।

এ সময় প্রায় ৫০ বন্দিকে আর্থিক সহায়তা দিয়ে আসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সাক্ষাৎ করতে না দেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস মহামারির কারণে দেশের কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।