নেত্রকোনার আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : পুলিশ সুপার
নেত্রকোনার আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। আজ রোববার রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমযয়ের সময় তিনি একথা বলেন।
পুলিশ সুপার বলেন, ‘সাংবাদিকরা পুলিশকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি আসন্ন দুর্গাপূজার প্রসঙ্গ টেনে বলেন, ‘দুর্গাপূজা চলাকালীন শান্তি ও সম্প্রীতি রক্ষায় নেত্রকোনা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এম. মুখলেসুর রহমান খান, সাবেক সদস্য সচিব এম. ফকরুল হক, সাবেক সম্পাদক এম কিবরিয়া হেলিম, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক আ ক ম আলতাবুর রহমান কাসেম, জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, সঞ্জয় সরকার, শিমুল মিলকী, মনোরঞ্জন সরকার, আলপনা বেগম, আনোয়ার হোসেন চৌধুরী, কবীর হোসেন প্রমুখ।