নেত্রকোনায় ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Looks like you've blocked notifications!
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে গতকাল মঙ্গলবারের ভোটে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক। ছবি : এনটিভি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে গতকাল মঙ্গলবার বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ওমর ফারুক।

তিনি চশমা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৪ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রজনী গন্ধা প্রতীক নিয়ে মো. রেজুয়ানুর রহমান পেয়েছেন দুই হাজার ৮৪৯ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হালিম খান পেয়েছেন দুই হাজার ৪৩৪ ভোট।

৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ওমর ফারুকের বিজয়ের বিষয়টি নিশ্চিত বেসরকারিভাবে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহম্মদ।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ১১ জন। সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক।

নির্বাচন অফিস থেকে জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলা ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার ২১ হাজার ৯৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৫০ জন আর নারী ভোটার ১০ হাজার ৬০৫ জন। ভোট প্রয়োগ করেছেন ১৪ হাজার ১৩০ জন যা মোট ভোটারের ৬৪ দশমিক ৩৬ ভাগ।

উল্লেখ্য, জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল আমীন সম্প্রতি জটিল রোগ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। চেয়ারম্যানের শূন্য পদে ওই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।