নেত্রকোনায় করোনা শনাক্তে ২৭ জনের নমুনা সংগ্রহ

Looks like you've blocked notifications!
নেত্রকোনা ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল। ছবি : এনটিভি

নেত্রকোনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা শনাক্ত করতে এ পর্যন্ত ২৭ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ ছাড় নতুন করে একজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৭২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। এদের মধ্যে ৫৮৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ ছাড়া শনিবার খালিয়াজুরী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে ৫৫ বছর বয়সী মারা যাওয়া এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পাঁচজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে জেলায় এই ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। তবে এর আগে পাঠানো কোনো নমুনার ফলাফল এখনো এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান।

সিভিল সার্জন জানান, কারো করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তা পরীক্ষার জন্য জেলার হাসপাতাল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। প্রয়োজনে বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। করোনাভাইরাস পরীক্ষায় কোনোরকম শিথিলতা দেখানো হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।