নেত্রকোনায় জেলা বিএনপি অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ছোটবাজার এলাকায় বিএনপির কার্যালয়ের এই আসবাবপত্র ভাঙচুরসহ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চান গত ১৯ মে দলীয় এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগ আজ সোমবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। জেলা শহরের ছোট বাজারের আওয়ামী লীগ দলীয় অফিসের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি একই এলাকায় জেলা বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় কতিপয় যুবক বিএনপি অফিসে হামলা চালায় এবং অফিসের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পরে শহরের মোক্তারপাড়ায় জেলা মহিলাদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরিফা জেসমিনের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। 

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়াটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। আমরা এ জন্য হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। তা না হলে আমরা রাজপথে থাকব এবং আন্দোলন চালিয়ে যাব। বিএনপি অফিসে আমাদের নেতাকর্মীরা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়নি। ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ মানুষ।’ 

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ‘সরকারদলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে আমাদের অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেছে। অফিসের সামনে সাঁটানো সাইনবোর্ড নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘অজ্ঞাত পরিচয় কতিপয় লোক জেলা বিএনপি অফিসের চেয়ার টেবিল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’