নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন
নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যুরাল স্থাপন করা হয়েছে। আজ রোববার দুপুরে বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
উদ্বোধন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অতিথিরা।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এ ছাড়াও বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, স্কুলের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজুসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও শিক্ষার্থীসহ আওয়ায়ামী লীগের নেতারা ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী আশরাফ আলী বলেন, ‘বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে ম্যুরাল স্থাপন করে সংক্ষিপ্ত ইতিহাস লিখে রাখতে হবে। যাতে এক নজরে শিশু-কিশোররা বঙ্গবন্ধুকে জানতে পারে।’
স্কুলের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু জানান, ‘এ বিদ্যালয়েই ১৯৩৯ সালে শান্তি নিকেতনের বাইরে প্রথম রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেন শৈলজা রঞ্জন মজুমদার। পুরনো এ ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দেশের গুরুত্বপূর্ণ পদে অবস্থান করা ব্যক্তিবর্গ পড়াশোনা করেছেন। তাঁদের মধ্যে সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারীসহ কবি, সাহিত্যিক ও সাংবাদিক রয়েছেন। তাঁর মধ্যে আধুনিক বাংলা কবিদের অন্যতম হেলাল হাফিজের মতো দেশ বরেণ্য কবি, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শান্তি নিকেতনের শিক্ষক শৈলজা রঞ্জন মজুমদার, প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক মৎস্য সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, প্রাক্তন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. মোফাখখারুল ইসলাম ভূঁইয়া, ভাষা সৈনিক অধ্যক্ষ ফুলে হোসেনসহ অনেক গুণীজন বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।’