নেত্রকোনায় নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মীর নূর মোহাম্মদ। ছবি : এনটিভি

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে অপর একটি পক্ষ।

আজ শনিবার বিকেলে জেলার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মীর নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ মৌগাতি ইউনিয়নের চচুয়া গ্রামের মৃত জহর আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে মীর নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘ইউনিয়নে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনিকে। আমাকে দেওয়া হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে যে, আমি নাকি অসুস্থ। অথচ আমি সম্পূর্ণ সুস্থ আছি। আর আবুনি চেয়ারম্যান সারা বছর অনৈতিক কাজে লিপ্ত থেকে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। গত বছরের ১০ মার্চ ইউনিয়নের আসনউড়া বাজারে যাত্রার মেয়েদের দ্বারা যে ন্যক্কারজনক ঘটনা করেছে তাতে আবুনি কোনোভাবেই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার যোগ্য না।’

মীর নূর মোহাম্মদ আরও বলেন, ‘আমি ছাত্রলীগ করেছি, কারাবরণ করেছি, আমার সব উপার্জন নৌকার পক্ষে ব্যয় করেছি। এমতাবস্তায় উক্ত মনোনয়ন পুনরায় যাচাই-বাছাই করে পরিবর্তন করা হোক অথবা নির্বাচন স্থগিত করা বা উন্মুক্ত নির্বাচন দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই।’