নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে মহরম আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দা তলা গ্রামে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামূল হক জানান, মান্নান্দা তলা গ্রামের মহরম আলী দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। পরিবারের লোকজন মহরম আলীকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবারকে ১৫ হাজার টাকা দিতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।