নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

Looks like you've blocked notifications!

অব্যাহত ভারি বৃষ্টি আর ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে তৃতীয় দফায় নেত্রকোনায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া জেলার প্রধান নদী সোমেশ্বরী, কংশ ও ধনু নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় প্রবাহিত হচ্ছে।

জেলা সদর, দুর্গাপুর, কলমাকান্দা,বারহাট্টা, খালিয়াজুরী ও মদন উপজেলার নিম্নাঞ্চলে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে বীজতলাসহ ফসলি জমি। এর মধ্যে সবচেয়ে বেশি পানি ঢুকেছে কলমাকান্দা উপজেলায়। দুর্ভোগে পড়া মানুষরা বলছেন, নিজেদের পাশাপাশি পোষা গরু-ছাগলের খাদ্য নিয়েও তারা বিপাকে আছে।

এদিকে, কলমাকান্দার উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় বসতভিটা তলিয়ে যাওয়ার ফলে দুর্গতি পোহাতে হচ্ছে অসংখ্য মানুষকে। বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।

তৃতীয় দফার বন্যায় প্রশাসন এখন পর্যন্ত ১৬৫ মেট্রিকটন চাল, তিন হাজার শুকনো খাবারের প্যাকেট ও সাড়ে চার লাখ টাকা বিতরণ করলেও অনেকেই এখনো সরকারি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। তবে প্রয়োজনীয় ত্রাণের ঘাটতি নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।