নেত্রকোনায় বিশ্ব ডিম দিবস পালিত

Looks like you've blocked notifications!
‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই স্লোগানে আজ শুক্রবার নেত্রকোনায় ২৫তম বিশ্ব ডিম দিবস-২০২১ উপলক্ষে শোভাযাত্রা। ছবি : এনটিভি

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই স্লোগানে নেত্রকোনায় ২৫তম বিশ্ব ডিম দিবস ২০২১ উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধরের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার সরকার।

অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক, ভেটেনারি সার্জন ডা. মিজানুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার, নেত্রকোনা সদর পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিপুন পণ্ডিতসহ পোলট্রি খামারি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

এ সময় বক্তারা পরিবারের সদস্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকার জন্য প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়ার পরামর্শ দেন।