নেত্রকোনায় বিস্ফোরণে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অটোরিকশা মেরামত ও ভাঙারির দোকানে বিকট বিস্ফোরণে সবুজ মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তবে কীভাবে ও কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা বলতে পারেনি পুলিশ। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করবে বলে জানা গেছে।
নিহত সবুজ মিয়া দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি অটোরিকশার মেকানিক হিসেবে কাজ করতেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ বাজারের মজিদ মার্কেটে কাঞ্চন মিয়ার অটোরিকশা মেরামত ও ভাঙারির দোকানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে দোকানের একাংশের দেয়াল ও শাটার উড়ে যায়। এ সময় ভয়াবহ বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ভাঙারির দোকানে থাকা মেকানিক সবুজ মিয়ার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া দোকানের কিছু দূরে থাকা তিনজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় নাহিদ হোসেন (২৩) নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসছে। ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।