নেত্রকোনায় মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অগ্নিঝরা মার্চ বরণ

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় মহান অগ্নিঝরা মার্চকে স্পন্দিত হৃদয়ে বরণ করতে মোমবাতি প্রজ্বালন। ছবি : এনটিভি

নেত্রকোনায় মহান অগ্নিঝরা মার্চ মাসকে স্পন্দিত হৃদয়ে বরণ করতে মোমবাতি প্রজ্বালন এবং দেশাত্ববোধক সংগীতসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর আয়োজনে সাতপাই নদীরপাড়ে শহীদ মিনার প্রাঙ্গণে আজ বুধবার (১ মার্চ) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল।

প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে অগ্নিঝরা মার্চ ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরা ধরে বক্তব্য দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, বীর মুক্তিযোদ্ধা মো. সামছুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর সভাপতি দেবাশীস সরকার প্রমুখ।

এ সময় বক্তারা অগ্নিঝরা মার্চকে বরণের মাধ্যমে তরুণ প্রজন্মকে বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে লালন ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে প্রত্যাশা সাহিত্যগোষ্ঠীর সংগীত একাডেমির শিল্পীরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন।