নেত্রকোনায় শীতের দাপট, অসহায়দের পাশে জেলা প্রশাসন
পাহাড় এবং হাওরের জনপদ নেত্রকোনায় জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন থেকে এ জেলায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। অতিরিক্ত ঠাণ্ডায় কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। দিনদিন
বাড়ছে ঠাণ্ডজনিত রোগ। আজ বুধবারও (৪ জানুয়ারি) রয়েছে একই অবস্থা। এমন পরিস্থিতিতে শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
জেলার সব উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে আকাশ। দুপুরে সূর্যের দেখা মিললেও রোদের তাপমাত্রা থাকছে খুবই কম। এদিকে, বৃদ্ধ ও শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। অন্যদিকে, কুয়াশার বিড়ম্বনা সঙ্গে করে সড়ক ও রেলপথে চলছে যানবাহন।
ঠাণ্ডার এমন এক পরিস্থিতিতে শীর্তাতদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল নিয়ে গতকাল মঙ্গলবার রাতে বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দিয়েছেন। জেলা সদরের বড় রেলস্টেশন ও রাজুরবাজার বস্তিসহ বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) অনিমেষ সোম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমুখ।