নেত্রকোনা-কলমাকান্দা সড়কে বিআরটিসির বাস চলাচলে বাধা
নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাস পরিবহণ মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে। এতে প্রায় এক মাস সময় ধরে বিআরটিসির বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, বিআরটিসির ময়মনসিংহ ডিপো থেকে জেলার কলমাকান্দার সীমান্তবর্তী পাঁচগাঁও-কমলাপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচলের জন্য প্রায় দুই মাস আগে অনুমতি গ্রহণ করেন মাহবুবুর রহমান। এক মাস চালানোর পর জেলা শহরের রাজুর বাজার বাসস্ট্যান্ড এলাকা পরিবহণ শ্রমিকরা বাধার সৃষ্টি করে। এর পর থেকে কলমাকান্দা থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচল বন্ধ হয়ে যায়।
মাহবুবুর রহমান জানান, বেসরকারি পরিবহণের চেয়ে সরকারি বিআরটিসির বাসের ভাড়া কিছুটা কম হওয়ায় বিআরটিসি বাসে যাত্রীরা চলাচল করতে চায়। কিন্তু পরিবহণ শ্রমিক ও মালিক সমিতির লোকজন নানা অজুহাতে তাদের বাস চালাতে দিচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসককে লিখিতভাবে বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, আমাদের লোকজন বাস চলাচলে বাধা দেয়নি। পরিবহণ বিধি অনুসরণ না করায় তারা বাস চালাতে পারছে না।
নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান জানান, জেলার কলমাকান্দা থেকে বিআরটিসির বাস চলাচলের প্রয়োজন আছে কি না, তা যাছাই করে দেখা হচ্ছে। এ ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।