নেত্রকোনা পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ
করোনা পরিস্থিতিতে নেত্রকোনা পৌর শহরের নয়টি ওয়ার্ডের নিম্নআয়ের সাড়ে চার হাজার নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
পৌরসভার উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ এস এম মহসীন আলম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম রেজা সরল খান, পৌরসভার সচিব মো. ফারুক ওয়াহিদসহ আরও অনেকে।
করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার নগদ অর্থ হাতে পেয়ে খুশি হতদরিদ্ররা। আধুনিক স্টেডিয়াম মাঠ ছাড়াও পৌর শহরের চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ ও আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পর্যায়ক্রমে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় পৌরসভা মেয়র আলহাজ নজরুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। করোনা মহামারির শুরু থেকেই সরকার সব শ্রেণি- পেশার মানুষকে সহযোগিতা করে আসছে। এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। তারই আলোকে পৌরসভার সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা অব্যাহত রয়েছে।