নৌ পথে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা : প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!

নৌ পথে সরকারঘোষিত স্বাস্থ্যবিধি না মানলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই কিছুক্ষণ আগে লঞ্চ, স্পিডবোট ঘাটে আমি দেখলাম যাত্রীরা কেউ স্বাস্থ্যবিধি মানছে, কেউ মানার চেষ্টা করছে, আবার কেউ মানছে না। প্রশাসনকে এ ব্যাপারে বলা হয়েছে, মোবাইল কোর্টসহ যথাযথ ব্যবস্থা নিতে। আমরা একটি নীতিমালা করে দিয়েছি সেই নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে।’

যাত্রীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সত্ত্বেও যাত্রী সাধারণ নিয়ম অনুসরণ না করায় স্বাস্থ্যবিধি মেনে ফেরি চলাচল সম্ভব হয়নি। এমন হতে পারে ৬০ দিন বন্ধ থাকার কারণে মানুষ অনেক বেশি তাড়াহুড়ো করে যেতে চেয়েছে। এই শিমুলিয়া ঘাটের নিউজ-ছবি সারা পৃথিবী ছড়িয়েছে। আমরা ফেরিগুলো চালু রেখেছিলাম বিশেষ বিশেষ কারণে। সরকারি কার্যক্রম, অ্যাম্বুলেন্স, চিকিৎসা পণ্য, ত্রাণসহ জরুরি প্রয়োজনে। কিন্তু দেখা গেছে, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। আমাদের যারা ছিল, তারা অসহায় হয়ে পড়েছে। অনেকে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। হাজার হাজার মানুষের স্রোত আমাদের পক্ষে থামানো সম্ভব ছিল না। সেই সময় লকডাউনের মধ্যে এগুলো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু শিমুলিয়া বা কাঁঠালবাড়ি ঘাট নয়, বাংলাদেশের যতগুলো ঘাট আছে সবখানে আমরা নীতিমালা অনুসরণ করে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ, কোস্ট গার্ড সবাই কাজ করছে। যেখানে বিধি ভঙ্গ হচ্ছে সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আমরা প্রথম দিকে চাঁদপুরের একজন কর্মকর্তাকে সাসপেন্ড করেছি। পটুয়াখালীতে জরিমানা করা হয়েছে, লঞ্চ আটক করা হয়েছে। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রধান প্রকৌশলী (সিভিল) মো. মহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) সাইদুর রহমান, নৌ পুলিশের এসপি খন্দকার ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, নৌ পুলিশের এএসপি আনিসুর রহমান, লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল কবির প্রমুখ।