‘নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে’

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি করে নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।’

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুর রহমান। শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও  বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য।

আবদুর রহমান বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেলে রয়েছেন। ওয়ান ইলেভেনের সরকার তাঁর বিরুদ্ধে  মামলা করেছিল। ওই মামলায় তাঁর মুক্তির বিষয়টি কেবলমাত্র আদালতের এখতিয়ার। এতে আওয়ামী লীগ ও সরকারের কিছুই করার নেই।’

আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের স্থান হবে না জানিয়ে আবদুর রহমান বলেন, ‘যে কোনো অনুপ্রবেশকারীকে প্রতিহত করতে নেতা কর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে যে যত হুংকার দিক তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, ‘দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত করতে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে নিরলসভাবে  কাজ করে  যাচ্ছেন । আমরা তাঁর কর্মী হিসাবে থাকতে চাই।’

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,কেন্দ্রীয় আওয়ামী লীগের  সদস্য  মারুফা আক্তার পপি, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও এস এম জগলুল হায়দার প্রমুখ।

বিকালে সমঝোতামূলক আলোচনা শেষে মুনসুর আহমেদকে জেলা আওয়ামী লীগের  সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত করা হয়।