নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

Looks like you've blocked notifications!

নোয়াখালীর চাটখিল উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে সাইম ফিরোজ (৪০) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। উপজেলার খিলপাড়া এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সাইম ফিরোজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

সাইম ফিরোজ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হাটপুকুরিয়া এলাকার বাসিন্দা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক কারবারি সাইম ফিরোজকে হাটপুকুরিয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আরো মাদক উদ্ধারের জন্য রাতেই তাঁকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে একই উপজেলার খিলপাড়া বাজারের কাছে ব্র্যাক অফিসের পাশে গেলে তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সাইম ফিরোজের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ৪০০টি ইয়াবা, দুটি আগ্নেয়াস্ত্র ও ১৫টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গোলাগুলির সময় তিন পুলিশ সদস্যও আহত হন বলে দাবি করা হয়।