নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টায় চারজনের সশ্রম কারাদণ্ড
নোয়াখালী সদরে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামিদের মধ্যে দুজনকে সাত বছর এবং দুই হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাত বছর করে কারাদণ্ড পেয়েছেন মো. আব্দুর রাশেদ ও মো.আব্দুল খালেক।
এ ছাড়া মো. সামুছুর আলম রাব্বি ও মো. ইমাম হোসেন মাসুদকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের এক হাজার টাকা করে কারাদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দুই আসামি পলাতক রয়েছেন।
নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট উৎপল চৌধুরী আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডিশনাল পিপি আলতাফ হোসেন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ইসমাইল ফয়েজ উল্লাহ রাসেল ও আজীম উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিয়ে সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নে স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান মিশুর সঙ্গে আসামিদের দ্বন্দ্ব চলে আসছিল। পরে ২০১৮ সালে সদরের পৌর এলাকায় রহমানিয়া মাদ্রাসার উত্তর পাশে বাদীর ছেলে মিজানুর রহমান মিশুকে একা পেয়ে ঘটনাস্থলে কুপিয়ে ও জবাই করে আপন চাচাসহ চারজন। আসামিরা মিজানুর রহমানের মৃত্যু নিশ্চিত মনে করে ঘটনাস্থলে ফেলে চলে যান।
এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে মিশুকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করে। ঘটনার পর মিজানুর রহমানের বাবা আবুল কাশেম বাদী হয়ে চারজনকে আসামি করে সুধারাম থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় তিন বছর শুনানি শেষে আজ বিচারক রায় ঘোষণা করেন।