নোয়াখালীতে মন্দিরে হামলা-লুটপাটের ঘটনায় ৪ জন গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তার চার জন হলেন—মো. মনির হোসেন ওরফে রুবেল, মো. জাকির ওরফে রাব্বি, রিপন এবং নজরুল ওরফে সোহাগ।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি র্যাবের নজরে এলে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গতকাল রোববার রাতে র্যাব-১১-এর আভিযানিক দল রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মো. মনির হোসেন ওরফে রুবেল, মো. জাকির ওরফে রাব্বি, রিপন এবং নজরুল ওরফে সোহাগকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় উদ্ধার করা হয় লুট করে নেওয়া মালামাল।
গ্রেপ্তার করা ব্যক্তিরা মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।