নোয়াখালীতে সরকারি চাকরিজীবী ফোরামের আলোচনা সভা
নোয়াখালীতে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও বেতন বৈষম্য নিরসনসহ আট দফা দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শহরের এফপিএবি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু। বিশেষ অতিথি ছিলেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফর রহমান ও ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের জেলা কমিটির সহসভাপতি মো. ফারুক ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আমিন রাসেল, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন ও মিজানুর রহমান, প্রচার সম্পাদক আজিজুর রহমান তৈয়ব, অর্থ সম্পাদক মো. নুরনবীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা বেতন বৈষম্য নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।