নৌকাবাইচ জিতে দলনেতার মৃত্যু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত নৌকাবাইচে প্রথম স্থান অধিকার করে দলনেতা তাহের উদ্দীনের মৃত্যু হয়েছে। উপজেলার মালঞ্চি ভাতকুণ্ড মৎস্যজীবী পাড়ার উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকেলে উপজেলার শিব নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে এ দুর্ঘটনা ঘটে।
নৌকাবাইচ দেখতে সেখানে হাজারো মানুষের ঢল নামে। শিব নদীর দুই তীরে অগণিত মানুষের আগমনে এক উৎসবের আমেজ তৈরি হয়। মানুষ উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা।
নৌকাবাইচের প্রতিযোগিতায় ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে চারটি দল অংশ নেয়।
জেলার মান্দা উপজেলার আব্দুল রশিদের চকদেবরামপুর ক্লাবের পঙ্খীরাজ, আব্দুল মান্নানের চকরামকান্ত ক্লাবের হাসিখুশি, আবুল হোসেনের চকগোবিন্দ চকনারায়ণ ক্লাবের সুন্দরী, আনোয়ার হোসেনের চকগৌরী ক্লাবের আনন্দ নৌকাবাইচ প্রতিযোগিতা অংশ নেয়।
শিশু কিশোরদের নিয়ে অভিভাবকরা এই খেলা দেখতে নদীর তীরে আসেন। প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করেন দর্শকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘পঙ্খীরাজ’ নৌকা ও দ্বিতীয় স্থান ‘হাসিখুশি’। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী দলকে নগদ অর্থ প্রদান করা হয়।
তবে প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী পঙ্খীরাজ দলনেতা তাহের উদ্দীনের মৃত্যু ‘হৃদরোগে’ হয়েছে বলে দাবি করা হয়। তিনি মান্দা উপজেলার চকদেবরামপুর গ্রামের বাসিন্দা।