নৌকার পক্ষে গণসংযোগে ঢাকা দক্ষিণ যুবলীগ

Looks like you've blocked notifications!
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে রাজধানীর ৬৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছে ঢাকার মহানগর দক্ষিণ যুবলীগ। ছবি : এনটিভি

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে গণসংযোগ করেছে ঢাকার মহানগর দক্ষিণ যুবলীগ। এ সময় ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে জনসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড়, ভাঙ্গা প্রেস, কাউন্সিল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চান নেতাকর্মীরা। গণসংযোগ শেষে শরিফপাড় যুবলীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত কর্মিসভা অনুষ্ঠিত হয়।

সভায় দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। তিনি সৎ ও আদর্শবান লোক। ঢাকা-৫ এর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৭ অক্টোবর নৌকায় মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করুন।’

৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়ারও আহ্বান জানিয়ে সারোয়ার বাবু বলেন, ‘ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করেই ঘরে ফিরতে হবে যুবলীগ নেতাকর্মীদের।’

গণসংযোগ ও কর্মিসভায় অংশ নেন ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাজি মো. তসলিম, যুবলীগ নেতা মো. শফিকুর ইসলাম জুয়েল, মো. আনোয়ার হোসেন, মো. বাচ্চু মিয়া, কাজী মাহামুদুল হাসান রাজু, মো. সামসুল হক টুটুল, মো. মানিক রহমান, হিমেল ভূইয়া, মো. রবিন মিয়া প্রমুখ।

এ ছাড়া ৬৩ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা সকাল ১০টা থেকে চারটি দলে ভাগ হয়ে গণসংযোগ করেন। এক নম্বর দল কাজলারপাড়, দুই নম্বর দল শরিফপাড় কাউন্সিল রোড, তিন নম্বর দল মাতুয়াইল মৃধাবাড়ী এবং চার নম্বর দল ভাঙ্গা প্রেস এলাকায় নৌকার পক্ষে প্রচার চালায়।