নৌকার পালেই গণজোয়ারের হাওয়া : তাপস
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘নৌকার পালেই গণজোয়ারের হাওয়া।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘ঢাকাবাসীর কল্যাণে নয়- তারা নির্বাচনকে চিন্তা করছেন জাতীয় রাজনীতির হাতিয়ার হিসেবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মুগদা-বাসাবো এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন শেখ ফজলে নূর তাপস।
তাপস বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে বক্তব্য দিচ্ছেন তাতে ঢাকাবাসীর জন্য কোনো রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতির একটি কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে তারা বলছেন। এজন্য তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন।’
ঢাকা দক্ষিন সিটিতে যুক্ত হওয়া ১৮ টি নতুন ওয়ার্ডকে সকল নাগরিক সুবিধা দেয়ার অঙ্গীকার করেন নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
নির্বাচনী প্রচারে যেন যান চলাচলে বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের এই প্রার্থী বলেছেন, ‘আমি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, যাতে সীমিত মানুষকে নিয়ে প্রচারণা চালানো হয়। মানুষের যাতে কোনো ধরনের যান চলাচলে বিঘ্ন না ঘটে।’