নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : সুজিত নন্দী
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবেচিন্তে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ মে) বিকেলে গাজীপুরের কোনাবাড়ি আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুজিত নন্দী।
সুজিত রায় নন্দী বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।’ তিনি বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই গাজীপুরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও মো. আনিসুর রহমান মাস্টারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার।
এসময় কোনাবাড়ি থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।