ন্যায্য কথা বললেও বিএনপি বলে অত্যাচার চলছে : আইনমন্ত্রী

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উনাদের (বিএনপি) কথা হচ্ছে যাই বলবেন তালগাছ আমার। যে রায়, যে আদেশ, যে নির্দেশ উনাদের পক্ষে যাবে এটা খুবই ভালো, অন্যায় হলেও। উনারা খুশি। বিপক্ষে যখন ন্যায্য কথা বলা হয়, তখন উনারা বলেন উনাদের ওপর অত্যাচার করা হচ্ছে।’   

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।  

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের (বিএনপি) আইনজীবীদের বক্তৃতা শুনে, সরকারপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে, বাংলাদেশের সবচেয়ে উন্নত মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ডাক্তারদের মেডিকেল রিপোর্ট দেখে বলেছেন যে খালেদা জিয়াকে জামিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি এমন কোনো অসুস্থ নন যে বিএসএমএমইউ হাসপাতালে তার চিকিৎসা হবে না। সে জন্য তাকে জামিন দেওয়ার প্রয়োজন নেই। আবেদন নাকচ হয়েছে। এখন উনারা লাফালাফি করা শুরু করে দিয়েছে। যে এটা ঠিক হয়নি। উনাদের কথা হচ্ছে যাই বলবেন তালগাছ আমার। যে রায়, যে আদেশ যে নির্দেশ উনাদের পক্ষে যাবে, এটা খুবই ভালো, অন্যায় হলেও। উনারা খুশি। বিপক্ষে যখন ন্যায্য কথা বলা হয়, তখন উনারা বলেন উনাদের ওপর অত্যাচার করা হচ্ছে।’   

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন প্রমুখ।