নড়াইলের সেই মাকে হাসপাতালে ভর্তি করলেন ডিসি

Looks like you've blocked notifications!
নড়াইলের জেলা প্রশাসকের সহায়তায় সেই বৃদ্ধ মা এখন হাসপাতালে। ছবি : এনটিভি

নড়াইলে ৮৫ বছর বয়সী বৃদ্ধ মাকে তাঁর দুই সন্তান ভরণপোষণ না দেওয়ায় ১২ দিন ধরে একটি নৌকার নিচে আশ্রয় নিয়েছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক (ডিসি) তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়া রাণী কুণ্ডুর দুই ছেলে দেব কুণ্ডু ও উত্তম কুণ্ডু । ছেলেরা ব্যবসা করেন। তাদের মায়ের নামে পাঁচ শতক জমি ছিল। সেটা লিখে নেওয়ার পর থেকে মায়ের ভরণ পোষণ বন্ধ করে দেন ছেলেরা। প্রায় দেড় বছর ধরে ওই অসহায় মা আশপাশের বাড়িতে আশ্রয় নিয়ে জীবনযাপন করছিলেন।

এদিকে, ১২ দিন ধরে এস এম সুলতান কমপ্লেক্স সংলগ্ন চিত্রা নদীর তীরে রক্ষিত শিল্পী সুলতানের নৌকার নিচে আশ্রয় নেন ওই অসহায় বৃদ্ধ মা। পরে নড়াইলের জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘ওই বৃদ্ধ মাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অস্বীকৃতি জানালে সরকারি কোনো বৃদ্ধাশ্রমে পাঠানো হবে।’