নড়াইলে নারীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামের এক প্রতিবেশীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোমেনা বেগম। ছবি : এনটিভি

নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামের এক প্রতিবেশীকে হত্যার দায়ে সেলিম সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মোমেনা বেগমসহ অপর প্রতিবেশী সাজ্জাদ খানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। সেইসঙ্গে এই দুই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এর মধ্যে আসামি মোমেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন।

মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত সেলিম ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে এবং যাবজ্জীবনপ্রাপ্ত সাজ্জাদ কবির খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভুক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করেন। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।