নড়াইলে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নড়াইলে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি। ছবি  : এনটিভি

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের রফিকুল ইসলাম (৩২) ও একই উপজেলার বাররা গ্রামের আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকার রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ও আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। সদর থানার উপপরিদর্শক (এস আই) খায়রুল ইসলাম তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।