নড়াইলে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দির পরিদর্শন করলেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

Looks like you've blocked notifications!
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাড়ি-মন্দির পরিদর্শনে গিয়ে মতবিনিময় করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা। ছবি : এনটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সহিংসতার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

আজ বুধবার দুপুরে তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে মন্দির চত্বরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ হাজার করে টাকা অনুদান দেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খানসহ অন্য নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এ অঞ্চল সাম্প্রদায়িক-সম্প্রতির উজ্জ্বল ইতিহাস রয়েছে। যারা এ ধরনের ভাঙচুর ও জ্বালা-পোড়াও করেছে, তারা পরিকল্পিতভাবে করেছে। এটার পেছনে রাজনৈতিক অপশক্তি জড়িত।’

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘বারবারই বলে আসছি, নড়াইলে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি, সঠিক তদন্ত করে বিচার করতে হবে। যাতে অপরাধীরা আর কখনো এ ধরনের ঘটনা না ঘটাতে পারে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার এক কলেজছাত্রের ফেসবুক ওয়ালে ধর্ম নিয়ে কটূক্তির জেরে সাহাপাড়ার মন্দিরে ভাঙচুরসহ সনাতনধর্মীদের বাড়িঘর ও দিঘলিয়া বাজারের দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।