নড়াইল গণপূর্ত কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের হামলার অভিযোগ

Looks like you've blocked notifications!

নির্ধারিত কাজ না পাওয়ায় নড়াইল গণপূর্ত কার্যালয়ে হামলা-ভাঙচুর করেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ঘটনায় গণপূর্ত বিভাগের প্রধান সহকারী হাবিবুর রহমান সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের কিছু কাজের ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বাকবিতণ্ডা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন। এ সময় প্রধান সহকারী ওই দুজনকে অফিসকক্ষে ডেকে আনলে কাজের কৈফিয়ত চেয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। একপর্যায়ে চেয়ার তুলে প্রধান সহকারীকে আঘাত করেন। তিনি সরে গেলে তাঁর টেবিল ভাঙচুর করেন। এ সময় অফিসের টেবিল ও ফাইলপত্র তছনছ করেন ওই দুই সাবেক ছাত্রলীগ নেতা। পরে তাঁকে পাঁচ লাখ টাকা চাঁদা এবং হত্যার হুমকি দিয়ে বেরিয়ে যান তাঁরা।

প্রধান সহকারী হাবিবুর রহমান বলেন, ‘চাঁদা না পেয়ে ওই দুজন আমাকে আঘাত করেন। পরে অফিস ভাঙচুর করেন। পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়ার হুমকি দেন। নইলে অফিস থেকে বের হলে আমাকে হত্যা করবে বলে জানান।’

এ ঘটনায় সোমবার রাতে নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সুপারিশক্রমে হাবিবুর রহমান সদর থানায় জিডি করেন।

হামলার ব্যাপারে ছাত্রলীগের সাবেক দুই নেতার বক্তব্য পাওয়া যায়নি।