‘ন ডরাই’ ছবির সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে রুল জারি
চলচ্চিত্র ‘ন ডরাই’ ছবির সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ছবিটির প্রযোজক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু ও চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্তকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুলহাস আহমেদ ও রিটকারী আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম।
আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘মহানবীর স্ত্রী আয়েশার নামে ছবির নায়িকার নাম দেওয়া হয়েছে। এ ছবিতে অনেক অশ্লীল দৃশ্যায়ন করা হয়েছে। যা মুসলিম ধর্মীয় অনূভূতিতে আঘাত দেওয়ার শামিল। এ কারনে রিট করা হয়েছে।’
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘গত ৪ ডিসেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ চলচ্চিত্র ‘ন ডরাই’ এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে যে আইনি নোটিশটি পাঠানো হয়েছিলো, তা আমরা গতকাল হাতে পেয়েছি। আগামী মহামান্য আদালত থেকে রুল জারি হয়েছে, চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আমরা এরই মধ্যে আমাদের আইনজীবীর সঙ্গে বসেছি। আদালতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আমরা সময় মতোই জবাব দেব।’
গত ৪ ডিসেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘতের অভিযোগ তুলে ‘ন ডরাই’ সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে চলচ্চিত্রটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল।
জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম এ নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।