পঞ্চগড়ের সীমান্তে বিজিবির অস্ত্র ও গুলি উদ্ধার

Looks like you've blocked notifications!
আটোয়ারী থানা,পঞ্চগড়। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে গুলিসহ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বোধগাঁও বিওপির টহলরত সদস্যরা আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।

বিজিবির বোধগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা জানান, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকার বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার  ৪০১ এর ৩ সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা একজন ভারতীয় নাগরিককে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি সাথে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে বিজিবি টহল দল ব্যাগটি থেকে দুটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ‌একটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও মোবাইল ফোন আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘অস্ত্র ও গুলি এবং একটি মোবাইল ফোন আটোয়ারী থানায় জমা দিয়েছে বিজিবি। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।