পঞ্চগড়ে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু, এলাকায় আতঙ্ক
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যু হওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাফেজা খাতুন (১৪) নামের ওই কিশোরীর পরিবার বলছে, সে আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে। তারপরও স্বাস্থ্য বিভাগ করোনার সংক্রমণ আছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।
টেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রহমান জানান, গত সোমবার জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকার আবুল হোসেন টাঙ্গাইল থেকে বাসায় ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকালে আবুল হোসেনের নাতনি হাফেজার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
এর আগে টাঙ্গাইল থেকে ফেরা ওই কিশোরীর এক স্বজনকে এর আগে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সব মিলিয়ে কিশোরীর মৃত্যুকে স্বাভাবিকভাবে নেননি এলাকাবাসি। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করেন। স্বাস্থ বিভাগের কর্মীরা ওই কিশোরীর মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। পরে উপজেলা প্রশাসন সতর্কতার সঙ্গে তার দাফন সম্পন্ন করেন বলে জানান চেয়ারম্যান।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসিনুর রহমান বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে আমরা করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছি। বুধবার ওই নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, ‘ওই কিশোরী করোনায় আক্রান্ত হয়েছেন এমনটি এখনো আমরা মনে করছি না। মরদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো এবং রিপোর্ট প্রাপ্তির পর তা নিশ্চিত হওয়া যাবে। সে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে। তারপরও আমরা করোনা রোগীদের মতো সতর্কতার সঙ্গে তার দাফন করেছি। একই সঙ্গে ওই পরিবারের সদস্যদের আপাতত বাড়িতে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’