পঞ্চগড়ে নৌকাডুবির ৪৭ দিন পর আরও এক মরদেহ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়ায় নৌকাডুবির ৪৭ দিন পর জয়া রাণী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়া রাণীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া এলাকায়। সে ওই এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের মেয়ে।
এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মোট ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী আরও একজন নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ দুপুরে কয়েকজন পাথর শ্রমিক করতোয়া নদীতে পাথর উত্তোলন করছিলেন। এ সময় নিচ থেকে মরদেহটি ভেসে ওঠে। পরে শ্রমিকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পরিবারের লোকজনদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, উদ্ধার হওয়া শিশুটির পরনের কাপড় দেখে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে। পরে তাদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়।
এর আগে গত বুধবার দুপুরে একই এলাকা থেকে ভূপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিল। নৌকাডুবির ঘটনায় সুরেন্দ্রনাথ (৬৫) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।