পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নববধূসহ নিহত ৬

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি এলাকায় ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শুক্রবার দুপুরে ছয়জন নিহত হয়েছেন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি এলাকায় যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইকটি সেখানে মোড় নিচ্ছিল। এ সময় বাসের চাপায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের নিচে চলে যায়। ইজিবাইকের সাত যাত্রীর মধ্যে এক নববধূসহ চারজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতাবস্থায় দুজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধরা পুলিশসহ ফায়ার সার্ভিস কর্মীদের ওপড় চড়াও হন।

বিক্ষুব্ধরা আধুনিক সদর হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন বলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনছুর আলম জানান।