পটুয়াখালীতে দুস্থদের মধ্যে সেনাবাহিনীর সহায়তা বিতরণ
পটুয়াখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুস্থদের মধ্যে মানবিক সহায়তা দিয়েছে শেখ হাসিনা সেনানিবাসের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলার ২১ নম্বর পশ্চিম লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা দেয় সেনাবাহিনী।
মানবিক সহায়তাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনানিবাসের ৭ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম।
এ সময় ৬৫০ জন অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, সেমাই ও চিনি।
পটুয়াখালী জেলায় ৭ পদাতিক ডিভিশন ও এরিয়ার উদ্যোগে মানবিক সহায়তার পরিকল্পনা নেওয়া হয়। এ পরিকল্পনা মোতাবেক ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এই আয়োজন করে।
এ বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল ইসলাম বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী জীবন বাজী রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া বর্তমানে জেলায় ডাইরিয়ায় আক্রান্ত রোগীর পাশে সেনাবাহিনী এগিয়ে আসছে।
মানবিক সহায়তা দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ, লেফটেনেন্ট কর্নেল মুনীর হোসেন, মেজর মো. আওলাদ হোসেন, লেফটেনেন্ট লুবিয়া কামরুল রায়া।