পটুয়াখালীতে শিক্ষার্থী হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
পটুয়াখালীর বাউফলে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে নিহত শিক্ষার্থীদের মধ্যে নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন। এর আগে ভোর রাতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রাম থেকে সিফাত (১৪) এবং কালাইয়া বন্দর থেকে সৈকত (১৪) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত সোমবার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পায়ে পা লাগাকে কেন্দ্র করে বিরোধে জড়ায়। সেই রেশ ধরে বুধবার বিকেলে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে দশম শ্রেণির শিক্ষার্থী নাফিস, মারুফ ও সিয়ামের বাড়ি ফেরার সময় তাদের ওপর হামলা হয়। ব্রিজের ওপর আগে থেকে ওত পেতে থাকা নবম শ্রেণির রায়হান, নাঈম ও হাসিবুলসহ বেশ কয়েকজন এ হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে নাফিস ও মারুফকে বরিশাল শেবাচিমে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিক্ষার্থীদের মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’