পণ্য পরিবহণে চাঁদাবাজি এখন অনেক নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ রোববার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

পণ্য পরিবহনে চাঁদাবাজি শতভাগ না হলেও এখন অনেক নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ছাড়া রমজানে সাধারণ মানুষ যেন সঠিক দামে সব পণ্য পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ডিসিসিআই আয়োজিত ‘রমজানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পরিবহণ শ্রমিক নেতাদের সঙ্গে আমরা বসছি, তাঁরা আমাদের যে যে পয়েন্টের কথা বলেছেন সেগুলো আমরা বন্ধ করার জন্য কাজ করেছি এবং সেগুলো কিছুটা নিয়ন্ত্রণে। একেবারে শতভাগ যে বন্ধ হয়েছে, তা এখনও সম্ভব হয়নি।’

রমজান আসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন পণ্যের দাম অনিয়ন্ত্রিত হয়ে যায় উল্লেখ করে, তা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা মহামারির কারণে অচিরেই সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সে সময় ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হলেও জীবনের স্বার্থে তা মেনে নিতে হবে।