পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
করোনাকালে স্বাস্থ্যসেবা নিয়ে নানা সমালোচনার মধ্যে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।’
দেশে করোনাভাইরাসের প্রদুর্ভাব শুরুর পর মাস্ক ও পিপিই নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রতিবেদন আসতে থাকে গণমাধ্যমে। এর মধ্যেই দেশজুড়ে আলোচনায় আসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের মতো প্রতিষ্ঠানের করোনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট প্রদানের বিষয়টি।
একপর্যায়ে অনুমোদনহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজিকে শোকজও করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের সাবেক এই শিক্ষার্থী ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ডা. আবুল কালাম আজাদ। চাকরি মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন তিনি। এর আগে তিনি এই অধিদপ্তরেই অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।