পদ্মায় জেলা প্রশাসকের রাতভর অভিযান, আটক ৪২

Looks like you've blocked notifications!
মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচরসংলগ্ন পদ্মা নদীতে রাতভর চলা অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। ছবি : এনটিভি

মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচরসংলগ্ন পদ্মা নদীসহ মুন্সীগঞ্জ, শরীয়তপুর অংশের নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। রাতভর চলা এ অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

গত মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে টহল দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া এ অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। মা ইলিশ রক্ষায় তিনটি ভাগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পদ্মায় অভিযান চলে।

এ দিন মা ইলিশ ধরায় ৪২ জেলেকে আটক করা হয়। ধ্বংস করা হয় বিপুলসংখ্যক জাল। জব্দ করা ইলিশ বিতরণ করা হয় এতিমখানায়।

আটক জেলেদের মধ্যে ৩৯ জনকে ১০ দিন করে জেল ও তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানজিদা খানম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের একাধিক টিম।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘মা ইলিশ রক্ষায় শিবচরসংলগ্ন পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চলছে। আমাদের অনুরোধে এ দিন বিমানবাহিনীর হেলিকপ্টারও অংশ নেয়। সাঁড়াশি অভিযানের কারণে নদীতে মাছ শিকারির সংখ্যা কমে এসেছে। অভিযান তিনটি ভাগে প্রতিদিন অব্যাহত থাকবে।’