পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে স্কুল, ভাঙন রোধের চেষ্টা

Looks like you've blocked notifications!
পদ্মায় নদী ভাঙনের কবলে ভেঙে পড়েছে রাজবাড়ীর চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : এনটিভি

রাজবাড়ীতে সদর উপজেলায় পদ্মার পানি কমে যাওয়ার মধ্যেই নয় দিনের ব্যবধানে একই স্থানে দুবার ভাঙন দেখা দিয়েছে। এবার এই ভাঙনের কবলে ভেঙে পড়েছে চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর এলাকায় গতকাল শুক্রবার দুপুর থেকে আবারও ভাঙন শুরু হয়। স্থানীয়রা বলছেন, দুপুর থেকে ভাঙনে ১০০ মিটার এলাকার সিসিব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী ফকির বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার পর আমরা স্কুলের কার্যক্রম শুরু করি। কিন্তু শুক্রবার সকালে স্কুলের বাঁ পাশ থেকে ব্লক সরে যাওয়ায় সেটি দেবে যেতে শুরু করে। এর মধ্যেই মূল ভবন ভেঙে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পুরো ভবনটি বিলীনের পথে। আমাদের টিনশেড ভবনটি এখন ঝুঁকির মুখে।’

এদিকে, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।