পদ্মা সেতুতে গাড়ি পার্কিং, প্রাইভেটকার চালককে জরিমানা

Looks like you've blocked notifications!
পদ্মা সেতুতে অবৈধভাবে পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

স্বপ্নের পদ্মা সেতুতে অবৈধভাবে পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেটকার চালককে এক হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, কুমিল্লা থেকে প্রাইভটকার (ঢাকা মেট্রো-গ ৩৩-৬৪২৮) চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর উপরে ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভটকার থামিয়ে সেলফি তুলছিলেন। পদ্মা সেতুতে গাড়ি পার্কিং অবৈধ। তাই প্রাইভটকার চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদ্মা সেতুতে গাড়ি পার্কিং না করার জন্য তাকে সতর্ক করে দেওয়া হয়।