পদ্মা সেতুতে শুক্রবার সর্বাধিক ৩ কোটি ১৬ লাখ টাকা টোল

Looks like you've blocked notifications!
পদ্ম সেতুতে আদায় হচ্ছে টোল। ছবি : এনটিভি

পদ্মা সেতুতে এক সপ্তাহের মধ্যে গতকাল শুক্রবার সর্বাধিক টোল আদায় হয়েছে। এদিন তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় হয়। এর আগে সেতু দিয়ে যানবাহনের প্রথম দিন টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা।

অন্যদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায় দুই প্রান্তে ২৪ ঘণ্টায় ৬৯ লাখ ৮১ হাজার ৪৪০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে পদ্মা সেতু দিয়ে যান চলাচলের প্রথম দিন (২৬ জুন) একদিনে টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে, ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল।

এদিকে, পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ২৪ ঘণ্টায় ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি।

সড়ক ও জনপথের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪। টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।