‘পদ্মা সেতু করতে পারা বাংলাদেশ যেকোনো পরিবর্তন করতে পারে’

Looks like you've blocked notifications!
মাদারীপুরের শিবচরে আজ শনিবার দুপুরে ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় বক্তব্য দেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। ছবি : এনটিভি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, ‘বিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করছেন। সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। এই পদ্মা সেতু যে বাংলাদেশ নির্মাণ করতে পারে, সেই দেশ যেকোনো পরিবর্তন করতে পারে। সেই বিশ্বাস, সেই আত্মশক্তি আমাদের আছে। এই আত্মশক্তি যিনি আমাদের দিয়ে গেছেন তিনি আর কেউ নন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’  

আজ শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ’র প্রতিনিধি ড. আশা টর্কেলসন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে সংসদ সদস্য আ স ম ফিরোজ, সংসদ সদস্য ক্যাপ্টেন তাজুল ইসলাম, সংসদ সদস্য ডা. এ. এফ. এম রুহুল হক, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ডা. মো. হাবীব মিল্লাত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজহার খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য ফখরুল ইসলাম,  সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা, অপরাজিতা হক ও শবনম বেগম উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, জেলা পুলিশ সুপার মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. লতিফ মোল্লা প্রমুখ।

কর্মশালায় শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীদের মতামত নেওয়া হয়।

দিনের শুরুতে অতিথিরা পদ্মা সেতু এলাকা পরিদর্শন করে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন। এর পর বিকেলে অতিথিরা মুজিববর্ষ উপলক্ষে শিবচর পৌর এলাকায় নবনির্মিত ‘লালন মঞ্চ’ উদ্বোধন করেন। এ সময় অতিথিরা অনুষ্ঠিত লালন একাডেমির বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় লালনগীতি উপভোগ করেন।

এর আগে অতিথিরা শিবচরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।