পদ আটকে রাখার চেষ্টা করলে ছিটকে পড়বে আওয়ামী লীগ থেকে
পদ আটকে রাখার চেষ্টায় যারা সম্মেলনে অনাগ্রহী তারা ছিটকে পড়বে আওয়ামী লীগ থেকে। দলটির নেতারা এ কথা জানিয়ে বলেছেন, সারা দেশে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই বিভিন্ন অজুহাতে সম্মেলন পিছিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা শক্তভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
দলের পদ হারাতে হতে পারে এমন আশঙ্কাসহ নানাবিধ কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের অনেক নেতাই সম্মেলন করতে আগ্রহী নয়। কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা মেয়াদ উত্তীর্ণ জেলা-উপজেলা কমিটিকে সম্মেলনের ব্যাপারে বারবার তাগাদা দিলেও নানা উছিলায় তারা নীরব থাকছে।
আওয়ামী লীগ নেতারা বলছেন, অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে দলের প্রতিটি মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ ব্যাহত করার সুযোগ নেই।
সংগঠনকে সাংগঠনিকভাবে মাঠে রাখতেই সারা দেশে দলকে ঢেলে সাজানোর এ উদ্যোগ। আর এ ব্যাপারে সময়সীমা নির্ধারণ না করলেও দ্রুতই এ প্রক্রিয়া শেষ করতে চায় আওয়ামী লীগ।