পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া মাইক্রো উদ্ধার, চালক নিখোঁজ

Looks like you've blocked notifications!
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। ছবি : এনটিভি

দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে এর চালক। আজ সকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনার ঘটে।

দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টার দিকে ঘাট এলাকায়  ঝড় শুরু হয়। এতে বেঁধে রাখা দড়ি ছিঁড়ে পন্টুনটি ঘাট থেকে একটু দূরে চলে যায়। এতে পল্টুনে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে সঙ্গে সঙ্গে ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে গাড়ির চালক। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, তিন ঘণ্টার চেষ্টায় মাইক্রোবাসটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ মাইক্রোবাস চালককে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।