পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করল ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীরা

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে আজ মঙ্গলবার তাঁরা মন্ত্রণালয় পরিদর্শন করেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের সময় এনডিসির দেশি ও বিদেশি ৮৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং এনডিসির ঊর্ধ্বতন ১০জন ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন। 

এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জানানো হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।